পপুলেশন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের সরকারি মালিকানাধী বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের নজর বেড়েছে। এতে করে এই খাতের সরকারি কোম্পানিগুলো নড়েচড়ে বসেছে। যার ফলে আজ সপ্তাহের শেষ কাযদিবস বৃহস্পতিবার (২৩ জুন) বেড়েছে সরকারি পাঁচটি বড় মূলধনী কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানী খাতের শেয়ারদর বৃদ্ধি পাওয়া এই বড় মূলধনী পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে তিতাস, পাওয়ার গ্রীড, ডেসকো, পদ্মা ওয়েল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
আজ তিতাস গ্যাসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ৩৯ টাকা ৪০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮০ পয়সায়।
পাওয়ার গ্রীডের শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ৫৬ টাকা ৩০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৫৭ টাকা ১০ পয়সায়।
ডেসকোর শেয়ার দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ৩৬ টাকায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৩৮ টাকা ১০ পয়সায়।
পদ্মা ওয়েলের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ২০৯ টাকা ২০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২১১ টাকা ৫০ পয়সায়।
মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার দর বেড়েছে ৭০ পয়সা। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ২০০ টাকা ৩০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২০১ টাকায়।